গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার নগরীর বয়রা আজিজের মোড়ে তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত ব্যক্তিদের দাফনে সহায়তা ও সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় ৮ জনকে এবছর সংবর্ধনা প্রদান করা হয়। দাফনে সহায়তা করা ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, জাফর হোসেন, মো: জাকির হোসেন, আসলাম হোসেন, আনোয়ার হোসেন। মসজিদের খেদমত ও সামাজিক কাজে অবদান রাখায় মো: শামসুল বারী (লালু), জাতীয় পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় হাফেজ মো: জাহিদুল ইসলাম ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়ে সোনাডাঙ্গা থানায় প্রথম স্থান অধিকার করায় হাফেজ রেজওয়ান খন্দকার ফাহিম কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলের শেখ হাসান ইফতেখার চালু, নোয়াপাড়া গ্রুপের জিএম আল মাসুদ অর রশীদ, হাফেজ মাওলানা মুফতী ইলিয়াস সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সভাপতি মো: জাকারিয়া হোসেন, আহবায়কের দায়িত্ব পালন করেন মো: নাজিম উদ্দিন, প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন মো: তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সারা বছর সংগঠনে অবদান রাখায় নাজমুস সাকিবকে বেস্ট কন্ট্রিবিউশন এওয়ার্ড, মনির আহমেদ কে বেস্ট স্যাকরিফাইসিং এওয়ার্ড, ইয়াছিম আরাফাত আবিরকে ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড, রায়হান হৃদয়কে ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড, শেখ শাহেদ, আসাদুজ্জামান হৃদয়, ফারাবী আহমেদ হৃদয়, রবিউল হাসান কে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ অনুষ্ঠানে যুন্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে রবিউল হাসান। এছাড়াও অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলো Science Golden Batch।
অনুষ্ঠানে সংগঠক হিসেবে আরও ছিলেন মো: তহিদুল ইসলাম, সুমন, রিফাত, জিহাদ, তপু, ফারহীন সহ সংগঠনের নিয়মিত সদস্যরা।
Comments
Post a Comment