বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের কারণে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলাফল আমরা ইতিমধ্যেই দেখছি। দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষের জীবন। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছের ভূমিকা মাথায় রেখে আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে।
ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যের বিষয় মাথায় রেখে প্রতি বছরের ন্যায় ইয়ুথ চেম্বার গত ১৪ জুলাই ২০২৩ শুক্রবার রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করে "সেভ গ্রীণ মিশন" নামে একটি বৃক্ষরোপন ইভেন্ট।
একটি গাছের চারা রোপণ করে উক্ত ইভেন্টের উদ্বোধন করেন "জনাব শেখ ফারুক হাসান হিটলু" যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ সহ সংগঠনের একঝাঁক তরুন সংগঠক ও উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য।
আয়োজনের উদ্বোধনের পর ইয়ুথ চেম্বারের সংগঠকরা একাধিক গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপণ করে। মাস জুড়ে চলবে সেভ গ্রীন মিশনের কার্যক্রম।
Comments
Post a Comment