ইয়ুথ চেম্বারের "Maximizing your value within an organization" শীর্ষক এক অনলাইন ওয়ার্কশপের আয়োজন

তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় নানা ধরনের আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। এরই ধারাবাহিকতায় গত ২৪শে নভেম্বর "Maximizing your value within an organization" শীর্ষক এক অনলাইন ওয়ার্কশপের আয়োজন করা হয়।

Maximizing your value within an organization

উক্ত ওয়ার্কশপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করে। আগামী এমন অসাধারণ কর্মকান্ড অব্যহত রাখবে ইয়ুথ চেম্বার।


Comments