Skip to main content

খুলনায় ইয়ুথ চেম্বারের উন্মুক্ত কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার নগরীর বয়রা আজিজের মোড়ে পবিত্র রজমান মাস উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইয়ুথ চেম্বারের সভাপতি জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উদ্বোধক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া গ্রুপের ডিজিএম আল মাসুদ অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ শরীফুল ইসলাম ও ইয়ুথ চেম্বারের সহ-সভাপতি নাজমুস সাকিব। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ুথ চেম্বারের উপদেষ্টা মুফতী হাবিবুল্লাহ ও মুফতি হাফিজুর রহমান সাহেব।

দিনব্যাপি এ অনুষ্ঠানে খুলনার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে ৫০ জন প্রতিযোগী ও ইয়ুথ চেম্বারের প্রায় ২০০ জন শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের আহবায়কের দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। সার্বিক সমন্বয়ে ছিলেন ইয়ুথ চেম্বারের সাধারণ সম্পাদক মনির আহমেদ।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার ১৩ টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমাজের মূল থেকে পরিবর্তনের জন্য ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘সেভ গ্রীণ মিশন- ২০২৩’ নামে ইয়ুথ চেম্বারের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের কারণে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলাফল আমরা ইতিমধ্যেই দেখছি। দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষের জীবন। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছের ভূমিকা মাথায় রেখে আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যের বিষয় মাথায় রেখে প্রতি বছরের ন্যায় ইয়ুথ চেম্বার গত ১৪ জুলাই ২০২৩ শুক্রবার রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করে "সেভ গ্রীণ মিশন" নামে একটি বৃক্ষরোপন ইভেন্ট।  একটি গাছের চারা রোপণ করে উক্ত ইভেন্টের উদ্বোধন করেন "জনাব শেখ ফারুক হাসান হিটলু" যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর। এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ সহ সংগঠনের একঝাঁক তরুন সংগঠক ও উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য।  আয়োজনের উদ্বোধনের পর ইয়ুথ চেম্বারের সংগঠকরা একাধিক গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপণ করে। মাস জুড়ে চলবে সেভ গ্রীন মিশনের কার্যক্রম।

মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ চেম্বারের ব্লাড গ্রুপিং ক্যাপের আয়োজন

আজ ১৬ই ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প” এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বেচ্ছাসেবকেরা। বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প- ২০২৩ উক্ত ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ যাচাই করেন।  এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, উপ প্রচার সম্পাদক ফারাবি আহমেদ হৃদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবুল আকতার সহ সদস্য ইউসুফ, তহিদুল, লিয়ন, প্রেসিডিয়াম সদস্য মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেচ্ছাসেবকদের অনুপ্রেরণা দানের জন্য উপস্থিত হন সংগঠনের শুভাকাঙ্ক্ষী  খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু,  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডাঃ অনুপ কুমার ঘোষ, পাটু ...

ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার নগরীর বয়রা আজিজের মোড়ে তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত ব্যক্তিদের দাফনে সহায়তা ও সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় ৮ জনকে এবছর সংবর্ধনা প্রদান করা হয়। দাফনে সহায়তা করা ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, জাফর হোসেন, মো: জাকির হোসেন, আসলাম হোসেন, আনোয়ার হোসেন। মসজিদের খেদমত ও সামাজিক কাজে অবদান রাখায় মো: শামসুল বারী (লালু), জাতীয় পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় হাফেজ মো: জাহিদুল ইসলাম ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়ে সোনাডাঙ্গা থানায় প্রথম স্থান অধিকার করায় হাফেজ রেজওয়ান খন্দকার ফাহিম কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলের শেখ হাসান ইফতেখার চালু, নোয়াপাড়া গ্রুপের জিএম আল মাসুদ অর রশীদ, হাফেজ মাওলানা মুফতী ইলিয়াস সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সভাপতি মো: জাকারিয়া হোসেন,  আহবায়কের দায়িত্ব পালন করেন মো: নাজিম উদ্দিন,  প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন মো: তরিকুল ইসলাম।  অনু...