ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে “Friedrich Naumann Foundation for Freedom” (FNF Bangladesh) এবং e-CAB (e-Commerce Association of Bangladesh) উদ্যোগে শুরু হতে যাচ্ছে Online e-Commerce Entrepreneurship প্রশিক্ষণ।অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। অনলাইনে ৮ দিন ব্যাপী এই প্রশিক্ষণে থাকছে মোট ৪৫টি ক্লাস, ৩টি অ্যাসেসমেন্ট এবং প্রতিদিন ক্লাস হবে মোট ৬ ঘন্টা করে। অনলাইনে ৮ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
ক্লাসের সময়- সকাল ১০:০০টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত (১ ঘন্টা বিরতিসহ)
ট্রেনিং ভেন্যু: অনলাইন জুম লিংক

Comments
Post a Comment