ঈদ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিগত বছরগুলোর ন্যায় এবারও নিজেদের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রেখেছে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার।
গত ১০ই জুলাই ২০২২, রবিবার কোরবানীর ঈদ তথা পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানীদাতাদের নিকট থেকে সংগৃহীত কোরবানীর পশুর মাংস বিলিয়ে দেয়া হয় সমাজের অতিসাধারণ ও এবছর কোরবানী দিতে না পারা মানুষের মাঝে। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন সরকারী-বেসরকারি চাকুরীজীবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইয়ুথ চেম্বারের গর্বিত সদস্যগণের নিরলস পরিশ্রমের মাধ্যমে সুসম্পন্ন হয় বর্ন্যাঢ্য এ আয়োজন।
বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন কর্মসূচি, শিক্ষা উপকরন বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিতার অংশ হিসেবে ঈদ-আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

Comments
Post a Comment