Skip to main content

Posts

Showing posts from November, 2023

বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ৩রা নভেম্বর তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। উক্ত কর্মশালায় প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে। গোটা আয়োজনে ইমেইলের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ইয়ুথ চেম্বারের দফতর সম্পাদক এনামুল হাসান তাসনিম। এ কর্মশালার মাধ্যমে আগামী দিনগুলোতে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারা। Email etiquette workshop on YouTube

ইয়ুথ চেম্বারের "Maximizing your value within an organization" শীর্ষক এক অনলাইন ওয়ার্কশপের আয়োজন

তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় নানা ধরনের আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। এরই ধারাবাহিকতায় গত ২৪শে নভেম্বর "Maximizing your value within an organization" শীর্ষক এক অনলাইন ওয়ার্কশপের আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করে। আগামী এমন অসাধারণ কর্মকান্ড অব্যহত রাখবে ইয়ুথ চেম্বার।