Skip to main content

Posts

Showing posts from November, 2022

নগরীর এক পরিচ্ছন্ন কর্মসূচিতে ‘ইয়ুথ চেম্বার’ এর অংশগ্রহন

খুলনা জেলার অতিপরিচিত ‘সাত নম্বর ঘাট’ এ অনুষ্ঠিত হলো “পরিচ্ছন্ন হোক আমার শহর” নামে স্বেচ্ছাসেকদের ব্যতিক্রমধর্মী এক সচেতনতামূলক কার্মসূচি। পরিচ্ছন্ন এ কর্মসূটিতে সক্রিয় অংশ নেয় তারুণ্যের স্বেচ্ছসেবী সংগঠন ‘ইয়ুথ চেম্বার’ এর স্বেচ্ছাসেবকেরা। এছাড়াও ভলান্টিয়ার ফর বাংলাদেশের আমন্ত্রনে যুক্ত হয় ফায়ার সার্ভিস ভলান্টিয়ারসহ খুলানার প্রায় দশটিরও বেশি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক। নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেকেরা অঙ্গীকারাবদ্ধ হয় এ আয়োজনের মধ্যদিয়ে। এসময় শহরের সুপরিচিত এ স্থানে আসা মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবকেরা। অসাধারণ এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনা সদরের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ সাঈদুজ্জামান, আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর শেখ মোঃ সাহাবুদ্দিনসহ ক্লাউড ইনিস্টিউটের কার্যনির্বাহী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ফরহাদ।