Skip to main content

Posts

Showing posts from July, 2022

বিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক চায় ফিফা

আসন্ন ‘ ফিফা বিশ্বকাপ ২০২২’ উপলক্ষে বিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক চায় ফিফা। গোটা আয়োজনে স্টেডিয়াম থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করবে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থাটি। ন্যূনতম ১৮ বছর বয়সী যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজি ও আরবি ভাষায় কথা বলতে পারার যোগ্যতাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে। এছাড়া কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। আবেদনকারীর আবশ্যই পাসপোর্ট থাকতে হবে। বুষ্টার ডোজ সম্পন্ন ব্যক্তিরাই কেবলমাত্র অংশগ্রহন করতে পারবেন। এবারের বিশ্বাকাপের আয়োজক হিসেবে থাকছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আবেদন করুন এই লিংকেঃ volunteer.fifa.com

ঈদ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ইয়ুথ চেম্বারের ব্যতিক্রমধর্মী আয়োজন

ঈদ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিগত বছরগুলোর ন্যায় এবারও নিজেদের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রেখেছে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। গত ১০ই জুলাই ২০২২, রবিবার কোরবানীর ঈদ তথা পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানীদাতাদের নিকট থেকে সংগৃহীত কোরবানীর পশুর মাংস বিলিয়ে দেয়া হয় সমাজের অতিসাধারণ ও এবছর কোরবানী দিতে না পারা মানুষের মাঝে। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন সরকারী-বেসরকারি চাকুরীজীবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইয়ুথ চেম্বারের গর্বিত সদস্যগণের নিরলস পরিশ্রমের মাধ্যমে সুসম্পন্ন হয় বর্ন্যাঢ্য এ আয়োজন। বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন কর্মসূচি, শিক্ষা উপকরন বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিতার অংশ হিসেবে ঈদ-আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।