গত ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে শিশুদের জন্য "চিত্রাঙ্কন প্রতিযোগিতা" এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। বর্ণিল এ আয়োজনে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মিরাজুল হক। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী নূরানী একাডেমীর সুযোগ্য প্রিন্সিপ্যাল জনাব মাওঃ এমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মুফতি হাবিবুল্লাহ, খানজাহান আলী নূরানী একাডেমির সহকারী শিক্ষক জনাব মামুনুর রশীদ, মাওঃ মোহাম্মদ আলী ও সুপরিচিত ব্যক্তিবর্গ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে আসা প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। শহীদদের স্বরণে বিশেষ দোয়া ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে আয়োজনটি শেষ হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সম্মানিত সভাপতি জনাব মোঃ জাকারিয়া হোসেন। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ চেম্বারের কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান হৃদয়, যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত ইসলাম আবির। সার্বিক দি...