জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে আজ তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন 'ইয়ুথ চেম্বার' ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ৯টায় সবাই একসাথে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় এরপর পর্যায়ক্রমে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা চলাকালীন সময়ে খুলনা সিটি কর্পোরেশন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আনিসুর রহমান বিশ্বাস অনুষ্ঠান দেখতে আসেন এবং ছোট ছোট শিক্ষার্থীদের এত সুন্দর অংকন দেখে প্রশংসা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জনাব কাজী মুহাম্মদ ইব্রাহিম (সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর), জনাব মাওলানা এমদাদুল হক (প্রিন্সিপাল, খানজাহান আলী নূরানী একাডেমি), জনাব মামুনুর রশীদ (শিক্ষক, খানজাহান আলী নূরানী একাডেমি), নাজমুস সাকিব ( সাধারণ সম্পাদক, ইয়ুথ চেম্বার) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ জাকারিয়া হোসেন (সভাপতি, ইয়ুথ চেম্বার)। এছাড়াও অনুষ্ঠানে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন ইয়ুথ চেম্বারের পর...